নগরে মাছবাহী পিকআপ ডাকাতির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:১৮ অপরাহ্ণ

নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে মাছবাহী পিকআপ ডাকাতির ঘটনায় গত রবিবার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকা থেকে মান্নান নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুষ্ঠিত পিকআপের খন্ডিতাংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬ আগস্ট বাঁশখালীর খাটখালী ঘাট থেকে ৩২ মণ ইলিশ মাছ নিয়ে নোয়াখালী জেলায় রওনা দেয়ার পথে ২৭ আগস্ট রাতে নগরীর আকবর শাহ থানার লতিফপুর টোল রোডের সুমনের তেলের দোকান সংলগ্ন এলাকায় পিকআপের গতিরোধ করে মাছসহ গাড়িটি পতেঙ্গার দিকে নিয়ে যায় ১০/১২ জন অস্ত্রধারী। ঘটনার পাঁচদিন পর ৩১ আগস্ট বাংলাবাজার এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত দীপুকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির তিন হাজার টাকা জব্দ করা হয়। পরে বাংলাবাজার থেকে মাহফুজ, বক্কর, জামালপুরের দেওয়ানগঞ্জের তেতুলতলার মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে জানা গেছে, বশির আহমদ পিকআপটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নিয়ে রায়হানের সহায়তার কেটে টুকরো টুকরো করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, ডাকাতির ঘটনায় লুষ্ঠিত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কসবার একটি পুকুর থেকে পিকআপের খন্ডিত অংশ উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ
পরবর্তী নিবন্ধজুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে হবে