নগরে ব্যাটারি রিকশা ও গ্রাম টেক্সি ব্যবহার না করতে সিএমপির গণবিজ্ঞপ্তি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

নগরীতে চলাচলের অনুমোদন না থাকা ব্যাটারিচালিত রিকশা এবং সিএনজিচালিত গ্রাম টেক্সি ব্যবহার না করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। গতকাল সিএমপির পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারিচালিত অটোরিকশা এবং গ্রাম সিএনজি চট্টগ্রাম মহানগর এলাকায় চলাচলের জন্য অনুমোদিত নয়। এসব যানবাহনের কারণে নগরীতে তীব্র যানজটসহ সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। অধিকন্তু ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এসব যানবাহনের চালক হিসাবে নিয়োজিত হচ্ছে। ফলে প্রায়ই অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা ঘটছে।

গত বছরের সেপ্টেম্বর মাস হতে এই ধরনের অবৈধ গ্রাম সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এই অভিযান আরো বেগবান করা হয়েছে।

সিএমপি কমিশনার নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর এলাকায় অনুমোদনবিহীন সকল প্রকার যানবাহন ব্যবহার থেকে বিরত থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নাগরিক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সহযোগিতা চট্টগ্রাম মহানগরকে যানজটমুক্ত, নিরাপদ ও সুন্দর রাখতে সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধ১১৩টি বৈদ্যুতিক পোলের কারণে আটকে আছে প্রশস্তকরণ কাজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ