নগরে বিভিন্ন মন্দির পাহারায় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

নগরের চকবাজার, বকলিয়া ও চান্দগাঁও থানার বিভিন্ন মন্দির পাহারা দিয়েছেন মহানগর, থানা ও ওয়ার্ডের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। গত মঙ্গলবার রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত তারা শিব ও কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির, কৃষ্ণ মন্দির, শ্রীলতা মন্দির, নরসিংহ আখেড়া, লোকনাথ মন্দির এবং শেখ পুকুর পাড়ের শিব মন্দির পাহাড় দেন। এতে নেতৃত্ব দেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মাদের হামলার হাত থেকে মন্দির, গির্জা সুরক্ষা দিতে রাতে পাহারায় আছি। অতীতের মতো আওয়ামী লীগের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাতদিন কাজ করে যাচ্ছি, সামনেও করে যাব, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সহ অর্থ সস্পাদক জিয়াউল হক মিন্টু, প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ কামাল আলম, সাব্বির ইসলাম ফারুক, মুস্তাকিম মাহমুদ, মো. সোহেল, জাবেদুল হক জাবেদ, সাদ্দামুল হক সাদ্দাম, মো. রায়হান, মো. জাহেদ, মো. নিজাম, মো. রাজু আহমেদ, মো. জিদান, মো. জাকির, মো. রশিদ।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে ২ কেজি আইস ও বিদেশি মদ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিএনপি অফিসে অভিযান : পুলিশের বিরুদ্ধে ২ মামলা