নগরে বিএনপির পদযাত্রা আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ জুলাই, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

সরকার পতনে এক দফা দাবি আদায়ে নগরে আজ কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি যৌথভাবে পালন করবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বিকাল ৩টায় নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়ক থেকে পদযাত্রা শুরু হবে।

এর আগে গত সোমবার দুটি রুটের যে কোনো একটিতে পদযাত্রা করার অনুমতি চেয়ে সিএমপির বিশেষ শাখায় চিঠি দিয়েছিল নগর বিএনপি। এর মধ্যে দ্বিতীয় রুট ছিল অনুযায়ী জমিয়তুল ফালাহ মোড় থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত। প্রথম রুটটি ছিল বহদ্দারহাট মোড় থেকে দেওয়ানহাট মোড় পর্যন্ত। গতকাল সিএমপি দ্বিতীয় রুটে কিছুটা পরিবর্তন এনে অনুমতি দেয়। ওই হিসেবে নুর আহমদ সড়ক, জুবিলী রোড, নিউ মার্কেট, স্টেশন রোড, কদমতলী হয়ে দেওয়ানহাট পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলা, আহত ১০
পরবর্তী নিবন্ধশিশুটি আদালতে বলল, আমি কিছু বলতে চাই