নগরে বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার কাজ শুরু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

চলতি মৌসুমে ভারী বর্ষণে ক্ষতি হওয়া নগরে সড়কগুলোর সংস্কার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। প্রথম দিন গতকাল প্রধান সড়কগুলোতে সংস্কার কাজ হয়েছে। সংস্থাটির প্রকৌশল বিভাগের প্রতিবেদন অনুযায়ী, এবার নগরের ১ লক্ষ ২১ হাজার ৮১৪ বর্গমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হওয়া সড়কের প্রস্থ ১০ ফুট ধরলে ক্ষতির পরিমাণ হবে প্রায় ৪২ কিলোমিটার। অর্থাৎ চলতি বর্ষায় শহরের ৪২ কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে। এদিকে ক্ষতি হওয়া সড়ক দ্রুত সংস্কারে প্রকৌশল বিভাগকে নির্দেশনা দেন মেয়র রেজাউল করিম চৌধুরী। এর প্রেক্ষিতে চসিকের নিজস্ব্ব অ্যাসফল্ট প্ল্যান্ট থেকে তৈরি মিক্সার (ইট, বালি, সিমেন্ট, বিটুমিনের মিশ্রণ) দিয়ে সংস্কার কাজ শুরু হয়।

সংস্কারাধীন সড়কগুলোর মধ্যে রয়েছে বহদ্দারহাট থেকে সিডিএ এভিনিউ সড়ক, টাইগারপাস থেকে লালখান বাজার মোড়, আগ্রাবাদ ফায়ার সার্ভিস এলাকা, জাকির হোসেন থেকে এ কে খান রোড, বায়েজিদ থেকে ষোলশহর ২ নং গেট রোড, বোট ক্লাব থেকে এয়ারপোর্ট সড়ক।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে রিফুয়েলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধওপারে গোলার শব্দ, এপারে আতঙ্ক