পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে বন্দর নগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গতকাল শনিবার চট্টগ্রামের বাস ও রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। গতকাল সকাল থেকে ট্রেন ও বাসযোগে আসা মানুষের চাপ বেড়েছে চট্টগ্রাম রেল স্টেশন, কদমতলী বাস স্টেশন, স্টেশন রোড–বিআরটিসি, দামপাড়া, কর্নেল হাট, অলংকার মোড়ের বাস স্টেশনগুলোতে।
ঈদের ৯ দিনের লম্বা ছুটি শেষ হয়েছে গতকাল। আজ রোববার প্রথম কর্মদিবস। তাই অধিকাংশ মানুষ গতকালের মধ্যে নগরে ফিরে এসেছেন। ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা নগরী আবার কোলাহলমুখর হয়ে উঠছে। গত শুক্রবারও প্রচুর মানুষ নগরে ফিরেছেন।
চট্টগ্রাম রেল স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা আরএনবির সদস্যরা জানান, গত দুদিনের চেয়ে গতকাল শনিবার ভিড় বেশি ছিল। ঢাকা, চাঁদপুর, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলো যাত্রীতে ভরপুর ছিল। সবগুলো ট্রেন আবার যথাসময়ে ছেড়ে চলে গেছে।
কদমতলী বাস স্টেশনে বিভিন্ন বাসের চালক ও হেলপারের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি বাস যাত্রী নামিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে। গত শুক্রবার এবং গতকাল সবচেয়ে বেশি যাত্রী এসেছে। আজ অফিস খোলার কারণে বেশিরভাগ মানুষ গতকাল চলে এসেছে বলে জানান কদমতলী বাস স্টেশনের বিভিন্ন কাউন্টারের ম্যানেজাররা।
ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে গত ২৭ মার্চ থেকে চট্টগ্রাম ছাড়তে শুরু করেন বিভিন্ন জেলার মানুষ। ২৮ মার্চ থেকে টানা ৯ দিন ছুটি শেষে সরকারি অফিস–আদালতে আজ প্রথম কর্মদিবস। তাই নাড়ির টান ছেড়ে কর্মমুখর নগরীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। গতকাল থেকে চট্টগ্রাম নগর আবার কোলাহলমুখর হয়ে উঠেছে। চট্টগ্রাম থেকে ১৭টি আন্তঃনগর, মেইল, লোকাল ট্রেনে প্রতিদিন ফিরছেন মানুষ। একইভাবে ৫০ থেকে ৬০টি রুটে প্রতিদিন ৫–৬শ গাড়ি যাত্রীদের নিয়ে নগরীতে ফিরে আসছে।