নগরে পৃথক অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী বাজার এবং কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড় ও কে সি দে রোড এলাকার ৭টি প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল পৃথক অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, পাহাড়তলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার, রুমানা পারভীন তানিয়া ও মোহাম্মদ আলমগীর হোসেন এবং কোতোয়ালী মোড় ও কে সি দে রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও সাদমান সহিদ। অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনে হামলা, চট্টগ্রামে আরও ৪৪ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ভ্যান উল্টে বিক্রয় প্রতিনিধি নিহত