নগরে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:২৮ পূর্বাহ্ণ

নগরের টাইগারপাস ও আমবাগান এলাকা থেকে পাঁঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি টেক্সি (চট্টগ্রাম১৩৭৭৭৫) জব্দ করা হয়।

ধৃতদের মধ্যে দৃইজনের নাম প্রকাশ করেছে পুলিশ। এরা হচ্ছেন শাহিন ও মো. রুবেল। বাকি তিনজন কিশোর হওয়ায় নাম প্রকাশ করেনি।

সিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফখরুল আবেদীন হারুন একজন ডেকোরেটর ইলেকট্রিশয়ান ঘটনার রাতে টাইগারপাস মোড়স্থ বাঘের ভাস্কর্যের সামনে পাকা রাস্তার পাশে ফুটপাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় অন্ধকারে পার্কিং করা সিএনজি গাড়ি ও অটোরিক্সাতে থাকা মো. শাহিন ও মো. রুবেলসহ অন্য আসামিরা একসাথে হারুনকে ঘিরে ধরে। এসময় ছুরি ধরে পকেটে যা আছে সব বের করে দিতে বলে। এসময় হারুন বাধা দিলে ছিনতাইকারীরা তাকে টানাহেচঁড়া করে সিএনজি গাড়িতে জোর করে তুলে ফেলে।

পুলিশ জানায়, একপর্যায়ে সিএনজির ভিতরে ধস্তাধস্তির সময় মো. শরীফের হাতে থাকা ছুরি দিয়ে হারুনের ডানপায়ের উরুর উপর আঘাত করে জখম করে। এসময় তার পকেটে থাকা এক হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে খুলশী থানার টহল পুলিশ টাইগারপাস মোড়স্থ হিরো মিয়ার টং দোকানের সামনে ও আমবাগানস্থ মিন্টু কলোনীর মুখে শাহ আলমের অটোরিক্সা চার্জিং গ্যারেজে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধছিপাতলী দরবারে জশনে জুলুস কাল
পরবর্তী নিবন্ধনগর মহিলা দলের ৪ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার