নগরে নয়, রাউজানেই হবে পৌর ও উপজেলা বিএনপির সম্মেলন

প্রতিনিধি সভায় ঢুকতে না দেয়ায় ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের হৈ চৈ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

শীঘ্রই রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন আয়োজন করা হবে। তবে নগরে নয়, রাউজানেই করা হবে সম্মেলন। গতকাল শনিবার সকালে রাউজান উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার।

দীর্ঘদিন ধরে রাউজান উপজেলা বিএনপি দুই গ্রুপে বিভক্ত। একটি গ্রুপ গোলাম আকবর খোন্দকারের সঙ্গে থাকলেও অপর গ্রুপ বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। গতকালকের সভায় উভয় গ্রুপের দায়িত্বশীল নেতারা অংশ নেন। অবশ্য গিয়াস কাদেরের অনুসারীরা উপজেলা ও ইউনিয়ন কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন।
সভার শুরুতে রাউজান উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এসে সভায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন। এসময় দলীয় কার্যালয়ে প্রধান ফটকে তাদের আটকে দেয়া হয়। এক পর্যায়ে তারা হৈ চৈ শুরু করলে সভার প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম এসে বলেন, এটা বিএনপির সভা। কোনো জনসভা নয়। তাই বিএনপি নেতৃবৃন্দ ছাড়া অন্য কেউ অংশ নিতে পারবে না। এরপর পরিস্থতি শান্ত হয়।

এদিকে সভায় গোলাম আকবর খোন্দকার বলেন, কোনো গ্রুপবাজি নয়। সবাইকে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই সত্যটা বিশ্বাস করলে দলকে সুসংগঠিত করা যাবে। তাহলেই গণতান্ত্রিক সংগ্রাম সফল হবে। অন্যথায় সব আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। মাহবুবের রহমান শামীম আরও বলেন, সুদৃঢ় ঐক্যের মাধ্যমে দলকে সুসংগঠিত করে স্বৈরাচারী সরকারকে হঠাতে হবে।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন শিকদার, সেকান্দর চৌধুরী, ইফতেখার উদ্দিন খান, মো. ফিরোজ মেম্বার, নুরুল হুদা চেয়ারম্যান, মুসলেহ উদ্দিন, সেলিম নুর, ওবায়দুল আকবর রোমান, শামসুল হক, মো. মুরাদ, মঞ্জুরুল হক, মো. সোহেল, মো. ইদ্রিস, এমদাদুল হক, রফিকুল ইসলাম, আইয়ুব খান জনি, জিয়াউদ্দিন হায়দার, জি এম মুর্শেদ, আব্দুল হক, মো. আবু তাহের, মোনাফ সওদাগর, মো. ইউনুছ, মো. বক্কর, হাসান মুর্শেদ, দিদারুল আলম, জসীম উদ্দীন, মো. ফোরকান, মো. আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, মো. কাসেম, মো. হাশেম, মাহবুবুল আলম, জামাল উদ্দিন, জানে আলম, ছালে আহমদ, কবির আহমদ, মহিউদ্দিন, আব্দুল মান্নান, নুরুল ইসলাম, নুরুল আজিম, মুবিনুল হক।

পূর্ববর্তী নিবন্ধশিশু অধিকার প্রতিষ্ঠায় শিশু ন্যায়পাল নিয়োগের দাবি
পরবর্তী নিবন্ধউন্নয়নের কৃতজ্ঞতায় পলোগ্রাউন্ডে একাকার হবে সারা চট্টলা