নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজার, কালামিয়া বাজার ও আতুরার ডিপো বাজারের ৯ টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে সাড়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল পৃথক তিনটি অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত ৯টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর কাজীর দেউড়ি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন এবং তামজীদুর রহমান। অভিযানে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৩ টি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও সিএমপির একটি টিম সহায়তা করেন। অন্যদিকে কালামিয়া বাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় ৫টি প্রতিষ্ঠানকে ৫টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর নগরীর আতুরার ডিপো বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান। অভিযান চলাকালে ওজন ও পরিমাণ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের অপরাধে ১ টি প্রতিষ্ঠানকে একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন দৈনিক আজাদীকে বলেন, জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এমন অভিযান পুরো রমজানে চলমান থাকবে।