নগরে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

ঢাকায় পাহাড়ি ছাত্র-জনতার মিছিলে হামলা

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

ঢাকায় সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্রজনতার কর্মসূচিতে স্টুডেন্ট ফর সভারেন্টির হামলা ও হামলার প্রতিবাদ করতে গিয়ে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন পাহাড়তলী থানা শাখা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

পাহাড়তলী থানা শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শুভ দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সদস্য স্নেহেন্দু বণিক, সাংস্কৃতিক সম্পাদক দীপ্ত নূর, জেলা সংসদের সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান আরিফ, শাখা সহসভাপতি নিশান রায়, পাহাড়তলী থানা শাখার সাবেক সভাপতি ডেনি বিশ্বাস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজ্জাতুর রহমান অভি।

এদিকে পাহাড়ি ছাত্রজনতার উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ঢাকায় পাহাড়ি ছাত্রজনতার উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়ি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করে তা চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া, শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কয়ারে সমাবেশ করে। এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্যে তূষিতা চাকমা বলেন, আমাদেরকে সবখানে হেনস্তা করা হচ্ছে। নানাভাবে বৈষম্যের স্বীকার হচ্ছি আমরা।

বান্দরবান প্রতিনিধি জানান, ঢাকায় পাহাড়ি ছাত্রজনতার ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পাহাড়িরা। গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা শহরে ছাত্র জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী। উজানী পাড়াস্থ স্থানীয় রাজবাড়ি মাঠ থেকে পাহাড়িদের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জন ত্রিপুরা ও চুংইয়োই ম্রো।

পূর্ববর্তী নিবন্ধএনটিএমসি-বিটিআরসি’র কাছে থাকা সকল তথ্য অক্ষুণ্ন অবস্থায় সংরক্ষণের নির্দেশ
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডারে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও শিক্ষা সমাবেশ