নগরে চার দিনের বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু

বিশেষ দল ও দুই ওয়ার্ডের ৫০ জন করে পরিচ্ছন্নকর্মী নিয়ে চলছে কাজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরে চার দিনের বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার সকালে চকবাজার ওয়ার্ডের প্রবর্তক মোড়ে বড় নালা এবং আশপাশের শাখা নালাসমূহ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি।

চসিকের জনসংযোগ শাখা সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিন আজ সোমবার ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাতালগঞ্জ বৌদ্ধ মন্দিরের কন্টেইনারের সামনে এবং ৮ নং শুলকবহর ওয়ার্ডের বিপ্লব উদ্যানের সামনে থেকে দুই নং গেটের দিকে পরিচ্ছন্ন করা হবে। আগামীকাল মঙ্গলবার ১০ নং উত্তর কাট্টলী ও ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড সাগরিকা মোড় থেকে স্টেডিয়ামের দিকে বড় নালা এবং ৯ নং পাহাড়তলী ওয়ার্ডের অলংকার মোড় বড় নালা পরিষ্কার করা হবে। পরদিন বুধবার ৬ নং ওয়ার্ডে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে হোটেল জামান হয়ে বহদ্দারহাট পুকুরের দিকে নালা এবং ৭ নং ওয়ার্ডের সামনে থেকে বিবিরহাট হয়ে আতুরার ডিপোর দিকে নালা পরিষ্কার করা হবে।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমির বরাত দিয়ে জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ জানান, প্রতিদিন দুটি করে ড্রেনে ক্রাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ পাঁচজন কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন। এই কার্যক্রমে বিশেষ দল দুই ভাগে বিভক্ত হয়ে এবং পার্শ্ববর্তী দুটি ওয়ার্ড থেকে ৫০ জন করে পরিচ্ছন্নকর্মী যোগদান করছেন। সংশ্লিষ্ট জোন কর্মকর্তা বিষয়টি তদারকি করছেন।

গতকাল সকাল ১১টায় শুরু হয়ে বিকাল ৩টায় ক্রাশ প্রোগ্রাম শেষ হয়েছে। এদিন শুলকবহর এবং চকবাজার ওয়ার্ডের নালা পরিষ্কার করা হয়। শুলকবহর ওয়ার্ডের ক্রাশ প্রোগ্রামে পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমিকগণ এবং চকবাজার ওয়ার্ডের সাথে বাগমনিরাম ওয়ার্ডের সেবকগণ যোগ দেন। অন্যান্য ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীগণ নিজের ওয়ার্ডের কার্যক্রম শেষে এই বিশেষ প্রোগ্রামে যোগ দিচ্ছেন। কার্যক্রমে প্রকৌশল বিভাগ যান্ত্রিক সহায়তা করছে।

পূর্ববর্তী নিবন্ধগণমাধ্যমের স্বাধীনতা সবার আগে
পরবর্তী নিবন্ধ৭৮৬