নগরে চলমান প্রকল্পের কাজে মেয়রের সন্তোষ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুন, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

সীমাবদ্ধতার মধ্যেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পের কাজ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, সীমাবদ্ধতা থাকবে। সমস্যা থাকবে। তবে কাজ করতে গিয়ে অভিজ্ঞাতার আলোকে সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।
তিনি জাইকার অর্থায়নে নগরে চলমান প্রকল্পসমূহের বিষয়ে পর্যালোচনা সভায় এসব কথা বলেন। গত বৃহস্পতিবার বিকেলে টাইগারপাসস্থ সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়েছে। এসময় মেয়র নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে প্রকৌশলীদের নির্দেশনা দিয়ে বলেন, কাজের গতি বাড়াতে হবে।
মেয়র আরো বলেন, সাধারণ ধারণা হচ্ছে নগরবাসীর সকল ভাল-মন্দের মালিক ও দায়-দায়িত্ব মেয়রের। কিন্তু বাস্তবতা হচ্ছে নগরীর সামগ্রিক কার্যক্রম ও ব্যবস্থাপনার সাথে অনেক সেবা সংস্থা যুক্ত। তাই সব দায়-দায়িত্ব মেয়রের একার নয়। এই কারণে নগরীর সকল সেবা সংস্থার সমন্বয় প্রয়োজন। এই সমন্বয়ের মাধ্যমে চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ, মনিরুল হুদা, কামরুল ইসলাম, ঝুলন কান্তি দাশ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, আবু সাদাত মো. তৈয়ব, আবু ছিদ্দিক, মো. ফরহাদুল আলম, আশিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল ইকো পার্কের কার্যালয়ে ভাঙচুর
পরবর্তী নিবন্ধরাউজানে ক্রেতার কাছে পৌঁছার আগে অস্ত্রসহ যুবক আটক