নগরে আ.লীগ-ছাত্রলীগের আরও ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

| সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ৮:৫১ অপরাহ্ণ

নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১ মার্চ) রাত ১২টা থেকে রোববার (২ মার্চ ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. মানিক (৪৩), মো. আক্কাশ প্রকাশ মিন্টু অভয় দত্ত (৩৯), মো. জাহিদুল ইসলাম কায়সার (৪২), মো. নুর নবী (৩৮), মো.রফিকুল ইসলাম (২২),মো. আরিফুল ইসলাম (৩০), মো. শাহীন আলম (২৬), মো. বাবুল শেখ প্রকাশ বাবু (২৯), মো. আব্দুল করিম (১৯), মো. আব্দুল বাবু (১৯), মো. সাঈদ (২০), মো. বাদশা (১৯),আকরাম (৫৩), ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শ্রম সম্পাদক মো. ছালে জংগী (৬০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মো. মহিউদ্দিন (৩০), মো. মহিউদ্দিন (৪৫), আবুল কালাম রকি (৩২), নিজাম উদ্দীন রুবেল (৩৫), মো. রাকিব হাসান বাবু (২৭), আবদুল্লাহ আল সায়েম রাব্বী প্রকাশ সোহেল (২৫), মো. মঈন উদ্দিন (২৫), মো. আসিফ (২০), মো.সাহেদ (২৬), মহিউদ্দিন প্রকাশ মমিন সরকার (২৮), মোহাম্মদ আকবর (২২), মো. ইমরান (১৯), মো. আশিকুর রহমান (২৫), মো. বাবু (২৪), মো. সালাম (২০) ও সাজ্জাদ হোসেন রায়হান (২০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপানি পান করতে এসে কুকুরের আক্রমণের শিকার চিত্রা হরিণ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাওনা ২৫০ টাকা চাইতে প্রাণ গেল রোজাদারের