জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নগরে আনন্দ মিছিল, শোকরানা সিজদা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দুই নম্বর গেইটে এসব কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতা। এ সময় তারা শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃতুদণ্ডের রায় দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পর ছাত্র–জনতা ও এনসিপি’র নেতাকর্মীরা ২ নম্বর গেইট জড়ো হন। এসময় তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। তারা একে অপরকে মিষ্টি খাওয়ান। এছাড়া রিকশাচালক, পরিবহণ শ্রমিকসহ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। এরপর ২ নম্বর গেইটে রাস্তার উপর শোকরানা সিজদা দেন তারা। সবশেষে বের করেন আনন্দ মিছিল। জিইসি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল।
এসময় ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়।
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন তার বক্তব্যে হাসিনাসহ সকল আওয়ামী ‘সন্ত্রাসী’ নেতার ফাঁসি কার্যকর এবং ‘সন্ত্রাসী গণহত্যাকারী দল’ হিসেবে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব, রাফসান জানি, সদস্য আশিক, মোহাম্মদ এমদাদুল হক।












