নগরে আজ থেকে তিন দিন বিএনপির কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরেও আজ বুধবার থেকে আগামী তিন দিন নানা কর্মসূচি পালন করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বুধবার নগর বিএনপির আওতাধীন ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ৪৩টি ওয়ার্ডে মিছিল ও সমাবেশ এবং বিকাল ৩টায় কাজির দেউড়ি মোড়ে মিছিল ও সমাবেশ। এছাড়া আগামী শুক্রবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে নিহত বিএনপি নেতাকর্মী এবং সাম্প্রতিক ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাদে আসর নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই দিন ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধসাত দিন পর যুবদল কর্মীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনতুন গভর্নর আহসান এইচ মনসুর