নগরে আজ থেকে আবার টিসিবির পণ্য বিক্রি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৫:২৮ পূর্বাহ্ণ

নগরীতে আজ বুধবার থেকে আবার শুরু হচ্ছে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম সহনীয় রাখতে ভোক্তাদের মাঝে চিনি, পেঁয়াজ, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হবে। এজন্য নগরীতে ৯টি ভ্রাম্যমাণ ট্রাক দেওয়া হয়েছে। এসব ট্রাক নগরীর বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে নিত্যপণ্য বিক্রি করবে। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান জামাল আহমেদ গতকাল আজাদীকে বলেন, নগরীতে ৯টি ট্রাক এবং জেলা ও উপজেলায় ৯টি ট্রাকে করে চিনি, পেঁয়াজ, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি হবে। এই কর্মসূচি ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
তিনি জানান, একজন গ্রাহক ট্রাক থেকে ৩০ টাকা দামে ২ কেজি পেঁয়াজ, ৫৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল ১০০ টাকায় ক্রয় করতে পারবেন।
সাধারণ মানুষের কাছে দিন দিন টিসিবির পণ্যের চাহিদা বাড়ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে টিসিবির পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে। তবে সাধারণ মানুষের মাঝে টিসিবির পণ্যের চাহিদা বাড়লেও ট্রাকের সংখ্যা একেবারেই কম। বিশাল নগরীতে মাত্র ৯টি ট্রাক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সংক্রমণ হার ২ শতাংশের নিচে
পরবর্তী নিবন্ধকরোনাকালে স্কুলপড়ুয়াদের ৬৭ শতাংশ মোবাইলে আসক্ত