নগরে অবৈধ টেক্সির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৪০ পূর্বাহ্ণ

নগরীতে চলাচলকারী অবৈধ সিএনজিচালিত টেক্সিসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। নগরীতে চলাচলকারী ‘গ্রাম’ সিএনজি, রুট পারমিটবিহীন সিএনজি ও অবৈধভাবে ভাড়ায়চালিত প্রাইভেট সিএনজির বিরুদ্ধে এই অভিযান শুরু করা হয়েছে। নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় গ্রাম সিএনজি, রুট পারমিটবিহীন সিএনজি ও প্রাইভেট সিএনজি (যেগুলো অবৈধভাবে ভাড়ায় চলছে) সহ সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে গতকাল থেকে অভিযান শুরু হয়েছে। এই ধরনের যানবাহন রাস্তায় চালানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সিএমপি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে জোর দেওয়া হচ্ছে