নগরে অপরাধ প্রতিরোধ, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা

সিএমপিতে মতবিনিময়, ছিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নাগরিক নিরাপত্তা জোরদার এবং সমন্বিত প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে মতবিনিময় সভা গতকাল শনিবার দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকআজম বীর প্রতীক। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

সিএমপি থেকে জানানো হয়, মতবিনিময় সভায় নগরীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভলপমেন্ট) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রধান বিচারপতির শপথ আজ
পরবর্তী নিবন্ধ৭৮৬