স্কুল শিক্ষার্থীদের আগে চট্টগ্রামে করোনার টিকা পাচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা। মহানগরের ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীর এই টিকাদান কার্যক্রম আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে। মাউশি (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরুর এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের (২০২১ সালের) এইচএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের টিকাদান শেষ করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম মহানগরে ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থী রয়েছে জানিয়ে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী বলেন, প্রাথমিক ভাবে মহানগরের পরীক্ষার্থীদের টিকা প্রয়োগের নির্দেশনা দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আমরা কাজ করছি। পরবর্তীতে নির্দেশনা পেলে সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, নগরের তিনটি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষার্থীদের এ টিকাদান কার্যক্রম চলবে। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস), ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়। এই তিনটি কেন্দ্রের ৮টি বুথে পরীক্ষার্থীদের টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী। ইতোমধ্যে এ তিনটি কেন্দ্রে টিকাদানের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। মাউশি ও জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী- প্রথম দিন (১৬ নভেম্বর) নগরীর তিনটি কলেজের মোট ২ হাজার পরীক্ষার্থীকে টিকা প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে। এই তিনটি কলেজের মধ্যে রয়েছে, চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ (বাওয়া)। এর মাঝে চট্টগ্রাম সরকারি কলেজের পরীক্ষার্থীদের সিজিএস কেন্দ্রে, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীদের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং বাওয়া স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থীদের স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে টিকা দেয়া হবে। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে চট্টগ্রামে। কিন্তু গত রোববার হঠাৎ করে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরুর নির্দেশনা আসে মন্ত্রণালয় থেকে।
নির্দেশনা পেয়ে সোমবার (গতকাল) টিকাদান কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী আজাদীকে বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকা প্রয়োগ করা হবে। আর ফাইজারের টিকা প্রয়োগ অন্য টিকার তুলনায় কিছুটা ভিন্ন। এ জন্য টিকাদানে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয়। আমরা সোমবারই প্রয়োজনীয় সংখ্যক টিকাদান কর্মীকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশিক্ষিত এসব কর্মীরাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিকা প্রয়োগ করবে। এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদানে পর্যাপ্ত সংখ্যক ফাইজারের টিকা মজুদ রয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, বর্তমানে আমাদের হাতে ৩০ হাজারের বেশি ফাইজারের ডোজ রয়েছে। এগুলো দিয়ে টিকাদান শুরু করছি। প্রয়োজনে চাহিদা পাঠালে ঢাকা থেকে দ্রুত সময়ে টিকা পাঠানো হবে। তাই টিকা নিয়ে আপাতত সমস্যা নেই।
এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু হলেও স্কুল শিক্ষার্থীদের টিকাদান শুরুর বিষয়ে এখনো কোন নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার জিয়াউল হায়দার হেনরী। তবে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদানের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমও শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, প্রথম দিন (মঙ্গলবার) বেলা ১১টার দিকে সিজিএস কেন্দ্রে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের টিকাদান কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে।