নগরের ১৫ থানায় বিএনপির পৃথক অবস্থান কর্মসূচি

সরকারের পদত্যাগ দাবি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরের ১৫ থানায় পৃথক অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় ও নগরের সিনিয়র নেতারা সরকারের পদত্যাগ দাবি করেন। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে ভয় পায় বলেও দাবি করেন তারা।

সদরঘাট : কদমতলী শুভপুর বাস স্টেশন মাঠে অনুষ্ঠিত সদরঘাট থানা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা সুষ্ঠু নির্বাচনকে ভয় পায়।

সংগঠনের সভাপতি হাজী মো. সালাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কায়সার হোসেন বাবু ও মশিউল আলম।

বাকলিয়া ও চকবাজার : বাকলিয়া ও চকবাজার থানার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে গেছে।

সংগঠনের সহসভাপতি রঞ্জু মিয়া চকবাজার এবং এম আই চৌধুরী মামুন বাকলিয়ার কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

কোতোয়ালী : নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত কোতোয়ালী থানা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। তিনি বলেন, দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষ দিশেহারা। মনজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগরের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান।

ডবলমুরিং : ডবলমুরিং থানা বিএনপির কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগরের যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। সেকান্দর মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাজিমুর রহমান।

চান্দগাঁও : চান্দগাঁও থানার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে গিয়েই এ দশা। জানে আলম জিকু কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

বোয়ালখালী : বোয়ালখালী উপজেলার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে দুরন্ত দুর্বারের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবিএনপি-জামাত নতুন করে নৈরাজ্য শুরু করেছে