নগরের চশমা হিলে পাহাড় ধসে কিশোরের মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ২০ জুন, ২০২২ at ৩:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চশমা হিলে পাহাড় ধসে মো. আবু রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।

মো. আবু রায়হান কুমিল্লা জেলার লাকসাম থানার ইছাপুর গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে। এদিকে, পাহাড় ধসে কিশোরের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে তৎপর পরিবারসহ এলাকার স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশের কাছে যাওয়ার আগেই পরিবার মরদেহ নিয়ে যায় কুমিল্লায়।

পাঁচলাইশ থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বলেন, পাহাড়ের পাদদেশে একটি মুদি দোকান ছিল। ভোরের দিকে পাহাড় ধসে এসে ওই দোকানের ওপর পড়ে। এতে রায়হান নামে এক কিশোরের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধটানা বৃষ্টিতে চবিতে পাহাড় ধস
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৫টি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার