নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। গতকাল বিকেলে তাদের ফেরত পাঠানো হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় মানুষকে বিরক্ত করছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নারী পুরুষ ও শিশু রয়েছে। আজ (গতকাল বুধবার) তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।