কুমিল্লার ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম নগরী ও জেলার ৬ টি উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যা ১৬ অক্টোবর সন্ধ্যা ৬ টা পর্যন্ত কার্যকর থাকবে। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অফিস আদেশ জারি করেছেন।
নগরী ছাড়া ৬ উপজেলা হলো- হাটহাজারী, বাঁশখালী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, চন্দনাইশ ও পটিয়া। এরমধ্যে নগরী, হাটহাজারী ও বাঁশখালীতে ২ প্লাটুন করে এবং বাকী চার উপজেলায় ১ প্লাটুন করে বিজিবি মোতায়েন থাকবে।