নগরীর ৬ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১০ অপরাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণসহ নানা অপরাধের দায়ে নগরীর ৬ প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম।

আজ পানওয়ালা পাড়া ও বেপারী পাড়া এলাকায় চলা এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।

অভিযানে এপিবিএন-৯ সহায়তায় করেন।

অভিযানের প্রসঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, আগ্রাবাদের ফুড ম্যাক্স বেকারিকে ২০ হাজার টাকা, অর্পিতা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩ হাজার, মদিনা বেকারি এন্ড কনফেকশনারীকে নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে ২০ হাজার, হালিশহরের একটি মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২ হাজার এবং দুই জন চিংড়িমাছ বিক্রেতাকে ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুটুমবাড়ি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ‘উগ্রবাদী’ বক্তব্য শুনেই জঙ্গিবাদে রুমেল