নগরীর ৫ মার্কেটে ভ্যাট বুথ

আজাদী প্রতিদেন | শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) এর মাধ্যমে ভ্যাট দেয়া ও চালান সংগ্রহে ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরি, নতুন ভ্যাট নিবন্ধন এবং রিটার্ন প্রদান সহজীকরণের লক্ষ্যে আগামী রোববার থেকে নগরীর পাঁচ মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করবে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, আগামী রোববার ইউনেস্কো সিটি সেন্টার, সোমবার সানম্যার ওশ্যান সিটি, মঙ্গলবার মিমি সুপার মার্কেট এবং বুধবার আফমি প্লাজা এবং খুলশী টাউন সেন্টারে ভ্যাট বুথ বসিয়ে সেবা দেয়া হবে। চট্টগ্রাম কাস্টস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার সাইদ আহমেদ রুবেল দৈনিক আজাদীকে বলেন, হয়রানিমুক্ত ভ্যাট সেবা প্রদান এবং ইএফডিকে জনপ্রিয় করতে আগামী সপ্তাহে নগরীর পাঁচটি অভিজাত মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করা হবে। ভ্যাট বুথে এসে ব্যবসায়ীরা ভ্যাট রিটার্ন জমা এবং নতুন ভ্যাট নিবন্ধন করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধমানব পাচারের অভিযোগ সীতাকুণ্ডে দুই ভাই আটক
পরবর্তী নিবন্ধনদীতে নৌযান নয়, চলছে ট্রাক্টর