চট্টগ্রাম মহানগরীর ৫৫২ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। তন্মধ্যে জীবিত ৩২৭ জন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পেয়েছেন। মৃত ২২৫ জন বীর মুক্তিযোদ্ধার নামে ইস্যু হওয়া সার্টিফিকেট তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরআগে ৮ হাজার ৮০টি ডিজিটাল সার্টিফিকেট ও ৪ হাজার ১০২টি স্মার্ট আইডি কার্ড মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়।
এ উপলক্ষে গতকাল সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদেরকে সম্মান করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। স্বাধীনতার ৫০ বছর পরেও মুজিব শতবর্ষে আজ তাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করার মধ্যে দিয়ে সম্মানিত করা হচ্ছে। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করেছে।












