আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর নানা আবাসিকের উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করব। এছাড়াও নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না বলে কথা দিলাম। গত শনিবার বিকেলে নব-নির্বাচিত সিডিএ কল্পলোক আবাসিক প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিডিএ কল্পলোক আবাসিক প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডিএর নির্বাহী প্রকৌশলী এবং কল্পলোক আবাসিকের প্রকল্প পরিচালক মোহাম্মদ শামিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি খোরশেদুল আলম, ইকবাল চৌধুরী রাসেল ও গোলাম রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সিদ্দিকী, অর্থ সম্পাদক সফিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহিম, দপ্তর সম্পাদক আবদুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো. সরওয়ার উদ্দীন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক ডা. জামশেদুল আলম, সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন লিটন, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ আক্তার রুমী, কার্যনির্বাহী সদস্য আবুল বসর, মো. আবদুল গফুর, মো. আলী আয়মান, মো. এনাম, মো. রাশেদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম ও মো. হারুন। প্রেস বিজ্ঞপ্তি।