পটিয়া থানার মোড় এলাকা থেকে স্থানীয় সাংবাদিক আবেদ আমিরীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার সন্ধ্যায় র্যাবের একটি টিম গ্রেপ্তারের পর রাত ১০টার দিকে তাকে নগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়। হালিশহর থানায় ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ২০ আগস্ট একটি মামলা দায়ের করেন হালিশহরের মুন্সী পাড়া এলাকার বাসিন্দা সাজ্জাদ আহমেদ সাদ্দাম। ওই মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীদের আসামি করা হয়। মোট ৩১ জন আসামির মধ্যে পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবেদুজ্জামান আমিরীকেও আসামি করা হয়।
উল্লেখ্য, তিনি দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বদেশের পটিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি কর্ণফুলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকও।
গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে যৌথবাহিনী আবেদ আমিরীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।