নগরীর সড়কগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে : শাহাদাত

| সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিমানবন্দর সড়কসহ নগরীর অধিকাংশ সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। শনিবার বিমানবন্দর সড়কে নির্মমভাবে নিহত হয়েছে একই পরিবারের পিতা ও পুত্র। রাস্তার বেহাল দশার কারণে আজ অকালে ঝরে পড়ছে তাজা প্রাণ। গতকাল রোববার ডবলমুরিং থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডবলমুরিং থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেক খান রাসেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় শ্রমিক দল নেতা শেখ নুর উল্লাহ বাহার, শ.ম জামাল, শামসুল আলম, শ্রমিক দল নেত্রী শাহ নেওয়াজ চৌধুরী মিনু, বিএনপি নেতা এসএম ফরিদুল আলম, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক, আলতাফ হোসেন, হাসিবুর রহমান বিপ্লব, মো. মনির হোসেন, মফিজুল ইসলাম মানা, মোহাম্মদ নাসির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপথের হাটে বিশ দোকানে জরিমানা