নগরীর সুপারশপ ও কাঁচাবাজারে মৎস্য কর্মকর্তার অভিযান

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৭:১১ পূর্বাহ্ণ

নগরের ৩টি সুপারশপ, ২টি কাঁচাবাজার ও কয়েকটি ঘাটে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলার মৎস্য কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে তিনটি টিম এ অভিযান পরিচালনা করে। জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর নেতৃত্বে নগরের শপিংব্যাগ, স্বপ্ন, আগোরা সুপার শপ, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালানো হয়। খবর বাংলানিউজের।
এর মধ্যে বহদ্দারহাট মাছ বাজারে জেলিপুশ করা ৩০ কেজি চিংড়ি জব্দ করা হয়। এ সময় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফারহানা লাভলী বলেন, শুক্রবার (আজ) থেকে প্রতিটি মৎস্যঘাটে আমাদের টিম তদারকি করবে। মা ইলিশ রক্ষা করার জন্য অভিযান ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক নেতা মুক্তিযোদ্ধা সাত্তারের নাগরিক স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধনাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক সিডিএর দিনব্যাপী কর্মশালা