নগরীর ষোলশহর স্টেশনে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:৪৫ পূর্বাহ্ণ

হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন চট্টগ্রামের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর শুলকবহর ওয়ার্ডের আওতাধীন ষোলশহর রেলস্টেশনে ডা. মুনতাসির উদ্দিন, ডা. এম ও ফারুক ফয়সালের তত্ত্বাবধানে ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প, ওষুধ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় হাবিবুর রহমান তারেক বলেন, মানবতার সেবক হয়ে হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন চট্টগ্রাম করোনা পরিস্থিতিতেও মানবিকতা, আন্তরিকতা ও সাহসিকতার সাথে কাজ করেছে। এখন ফ্রি চিকিৎসাসেবার মাধ্যমে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। এসময় মহানগর ছাত্রলীগের সাধারণ জাকারিয়া দস্তগীর, চট্টগ্রাম উইম্যান চেম্বার অফ কর্মাস ইন্ডাস্ট্রির পরিচালক ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক মোস্তারী মোরশেদ স্মৃতি, যুব সংগঠক মো. সাজ্জাদ আলী, রহমত উল্যাহ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি রুবা আহসান, ইউএসটিসি শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হুদা, ৭নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সংগঠক মনোয়ারা মনি, নাজমা আকবর, মুক্তা জামান, হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি ইমতিয়াজ ইকরাম মারুফ, সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী ও অর্গানাইজেশনের কার্যকরী কমিটির মুন্তাসির শিহাব, ইফতু, রাকিব, মো. রিফাত উদ্দীন, মো. ইয়াসিন, মাইন উদ্দীন মাইন, তাসিন, তৌসিব, আকাশ আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে হাশেমিয়ায় ঈদে মিলাদুন্নবীর (দ.) প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজারে দোকান কর্মচারী রাসেল হত্যার প্রতিবাদে সমাবেশ