নগরীর শীর্ষ সন্ত্রাসী, মাদক সম্রাট এবং বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৯ টায় নগরীর ২ নম্বর গেটের ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ সূত্র জানায়, গোপন সুত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুইস্যাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ রোববার নগরীর চান্দগাঁওয়ে থাকা র্যাব–৭ এর মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে। র্যাব–৭ এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রান লিডার মো. মিজানুর রহমান এ ব্রিফিং করবেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, বুইস্যা দীর্ঘদিন ধরে নগরীতে সক্রিয় একটি সন্ত্রাসী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, অস্ত্র প্রদর্শন এবং প্রতিপক্ষকে হামলার হুমকি দেওয়ার কাজে তিনি সরাসরি জড়িত ছিলেন।











