আজ (শুক্রবার) বিকেল থেকে ১৬ ঘণ্টা নগরীর বিস্তৃত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্মাণাধীন লালখান বাজার–পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্টের মধ্যে থাকা গ্যাস সরবরাহ লাইনের টাইগারপাস এলাকার দুটি বাল্ব সংস্কার করতে হবে। এতে করে লালখান বাজার, কাজীর দেউড়ি, আসকার দীঘির পাড়, এনায়েত বাজার, রিয়াজুদ্দিন বাজার, ওয়াসা, চট্টেশ্বরী, দামপাড়া পুলিশ লাইন ও তার আশপাশের এলাকায় শুক্রবার বিকেল ৪টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময় কোনও জরুরি প্রয়োজনে কেজিডিসিএল ০১৭৩০–৭২৮৪৪৪ এবং ০২–৩৩৪৪৫২৭৯৬ নম্বরে যোগাযোগ করা যাবে।











