নগরীর যানজট নিরসনে সহযোগিতা কামনা

সিডিএ চেয়ারম্যানের সাথে সিএমপি কমিশনারের মতবিনিময়

| বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের সাথে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। মহানগরের যানজট নিরসন এবং অধিকতর গতি আনতে সিডিএর সহযোগিতা চান সিএমপি কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান, উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড বিল্ডিং) এস এম মোস্তাইন হোসাইন, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন, সিডিএ সচিব ইয়াছমিন পারভীন তিবরীজি, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান, রাজিব দাশ ও প্রকৌশলী মোস্তফা জামাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশুদ্ধ সংস্কৃতি চর্চায় পরাজিত হবে সাম্প্রদায়িক শক্তি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭১.১১ কোটি টাকা