করোনা মহামারীতে জনগণকে সচেতন করার লক্ষ্যে সিটি কলেজের সাবেক ভিপি রাজীব হাসান রাজনের ধারাবাহিক ক্যাম্পেইন গতকাল নগরীর নিউমার্কেট, তামাকুমণ্ডি ও হকার্স মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে হ্যান্ড মাইকে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক নির্দেশনা মান্য করার অনুরোধের পাশাপাশি যে সকল ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন-সৈয়দ আসিফ ইকবাল, আকবর হোসেন রাজন, শুভ ঘোষ, মইনুল হোসেন রাব্বি, সাখাওয়াত হোসেন অপু, আরাফাত রুবেল, ইয়াসিন আরাফাত আরমান, জসিম উদ্দিন তানভীর, ওমর ফারুক, তাইফুল খান, এইচএম সাজিদ, শেখ মাহবুবুল হক বিবেল, মুসলে উদ্দিন, হেলাল উদ্দিন ইমন, আবরার কবির ফাহিম, সাইফুল ইসলাম, তাইফ বিল্লাহ, মোহাম্মদ তানিন, মো. আকাশ, আতিক হাসান, মোহাম্মদ বেলাল, মিনহাজ উদ্দিন শাকিব ও মো. শান্ত। প্রেস বিজ্ঞপ্তি।







