দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির উদ্যোগে নগরীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। পরবর্তীতে রাতে চিটাগাং চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী এবং উপ সচিব শাহেদ আলী টিটুর নেতৃত্বে নগরীর হালিশহর, ইপিজেড, বন্দর, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম রেল স্টেশন, স্টেশন রোড, কদমতলী, সিআরবিসহ বিভিন্ন পয়েন্টে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।