নগরীর বিভিন্ন জুয়ার স্পটে সাঁড়াশি অভিযান, আটক ২০

আজাদী অনলাইন | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ৪:৫৪ অপরাহ্ণ

নগরের ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে সাঁড়াশি অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে ২০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এছাড়া নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের আটকের বিষয়টি জানানো হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক বলেন, ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ২০ জুয়াড়িকে আটক করা হয়েছে। নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।-বাংলানিউজ

এসব জুয়ার বোর্ড পরিচালনাকারী ও মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআতুরার ডিপো এলাকায় তুলার গুদামে আগুন
পরবর্তী নিবন্ধতিনদিনের রিমান্ডে ইরফান সেলিম