নগরীর বিভিন্ন এতিমখানায় মৌসুমী ফল বিতরণ

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন এতিমখানায় হেলথ কার্ড বাংলাদেশের উদ্যোগে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। মৌসুমী ফল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেলথ কার্ড বাংলাদেশের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী। প্রধান অতিথি ছিলেন হেলথ কার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা দিদারুল আলম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা সরওয়ার জাহান, মাওলানা ইমরান হোসাইন, মাস্টার জয়নুল মোস্তফা, মাওলানা ইরফান বিন নোমান, হাফেজ ইসমাইল সাঈদ, হাফেজ আয়াজ উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, এতিমদের শারীরিক ঘাটতি পূরণে প্রতি বছরের ন্যায় এবারও এতিমদের মাঝে মৌসুমী ফল বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হেলথ কার্ড বাংলাদেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২১ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনদীতে ঝাঁপিয়ে পড়ে যাত্রীকে উদ্ধার, প্রশংসায় ভাসছেন মামুন মাঝি