ঈদে নিরাপত্তা জোরদার করতে নগরীর আবাসিক এলাকাগুলোতে চলছে ঘর-বাড়ি মেরামতের কাজ। বাড়ি মালিকরা বলছেন, ঈদে ভাড়াটিয়ারা গ্রামে যাওয়ার কারণে ফাঁকা বাসায় নিরাপত্তা দেয়ার জন্য নানা ব্যবস্থা নিয়ে থাকেন তারা।
এদিকে চট্টগ্রাম নগরীর বাসা-বাড়ির নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়িয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপি। এ কাজে ৪শ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছে সিএমপি।
সিএমপির গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবীর আজাদীকে বলেন, ঈদে নগরীতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়ি মালিকদের সঙ্গে সমন্বয় করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন কোতোয়ালীসহ সিএমপির প্রত্যেক থানার ওসি। ঠুক ঠুক শব্দে চলছে দরজা মেরামতের কাজ। বাড়িওয়ালাদের এই ব্যস্ততা, ঈদ উপলক্ষে বাসা বাড়িতে নিরাপত্তা জোরদারকরণ। বাড়ির মালিকরা বলছেন, ঈদে ভাড়াটিয়াদের রেখে যাওয়া মূল্যবান জিনিসপত্র দেখভালের দায়িত্ববোধ থেকেই নিরাপত্তা জোরদার করে থাকেন তারা। নগরীর বিভিন্ন আবাসিক ভবনের নিরাপত্তারক্ষীরা বলছেন, ঈদ এলেই বাড়ির মালিকরা নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়িয়ে থাকেন। এ ছাড়া ঈদে বাড়তি দায়িত্বও পালন করতে হয় তাদের।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ঈদে আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের জন্য নগরীর প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া এলাকাবাসীর যে কোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ঈদে গ্রামে যাওয়ার আগে নিরাপত্তার ব্যাপারে বাড়ি মালিকদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ ছাড়া ঈদে ফাঁকা নগরীতে পুলিশের টহল টিম সার্বক্ষণিক তৎপর থাকবে বলেও জানিয়েছেন সিএমপি কমিশনার।
ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা রক্ষায় চলছে পুলিশের নানা অভিযান। তবে পুলিশ কর্মকর্তাদের ধারণা অপরাধের হার হ্রাসে জনসচেতনতার বিকল্প নেই। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে বেশ কিছু অপরাধ রয়েছে, যেগুলো পুলিশ অভিযানে নির্মূল সম্ভব নয়। তবে নগরবাসী একটু সচেতন হলে এ ধরনের অপরাধের শিকার নাও হতে পারেন। এ প্রসঙ্গে সিএমপির কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর আজাদীকে বলেন, কিছু অপরাধ আছে যেগুলো প্রায়শঃ হয়ে থাকে। দেখা যায়, মানুষের অসচেতনতার কারণেই এ ধরনের অপরাধ বেড়ে যায়। তাই এবার ঈদ উপলক্ষে আমরা অপরাধীদের ধরতে অভিযান চালানোর পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্বারোপ করছি। কীভাবে অপরাধ সংঘটিত হয়, এ সব অপরাধ থেকে পরিত্রাণ পেতে কী ধরনের ব্যবস্থা নেয়া যায়, সে সম্পর্কে জনসাধারণকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।