চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর প্রত্যেক ওয়ার্ডে পরিকল্পিতভাবে করা হবে বৃক্ষরোপণ ও ছাদ বাগান। আমার দেশের মাটি ও মানুষ, সংস্কৃতি, গাছপালা, পশু পাখিদের জানি- তাই যে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ করলে সেখানে বৃক্ষরোপণ বিষয়টি গুরুত্ব দেয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন। মেয়র আরো বলেন, বৃক্ষরাজি ও সবুজ অরণ্য প্রাণি জগতকে বেঁচে থাকার অঙিজেন যোগায় এবং নির্গত কার্বন-ডাই-অঙাইড চুষে নিয়ে প্রকৃতিগত ভারসাম্য আনে। যারা নগরীতে বসবাস করেন তাদের এই বিষয়টি অনুধাবন করতে হবে। তাই গৃহবাসী নাগরিকদের তাদের আঙ্গিনায় বা ছাদে ফুল-ফলের বাগান সাজাতে হবে। তাতে জীবন-প্রাণি-প্রকৃতি শোভিত ও বিকশিত হবে। যারা নিজের আঙ্গিনাকে সবুজায়ন ও ছাদে বাগান করবেন সিটি কর্পোরেশন তাদের সহায়তা করবে। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, নগর পরিকল্পনাবিদ আব্দুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মাঈনুল হোসেন আলী চৌধুরী, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, মো. নুরউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।