চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীকে সুন্দর রাখার জন্য সবচেয়ে গুরু দায়িত্ব পালন করতে হবে কাউন্সিলরদের। কাউন্সিলররা তখনই সফল হবেন যখন এলাকাবাসী তাদের সার্বিকভাবে সহযোগিতা করতে এগিয়ে আসবে। তিনি বলেন, নগরীর প্রত্যেকটি ওয়ার্ডকে সমভাবে উন্নয়নের আওতায় আনা হবে। সকল উন্নয়ন কর্মকান্ডে সৌন্দর্যবর্ধনে অগ্রাধিকার দেওয়া হবে। ছোট পরিসরে হলেও ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করা হবে। যাতে শিশু কিশোরদের মননের বিকাশ ঘটে। গতকাল বৃহস্পতিবার রামপুরা ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন।প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর মো. ইলিয়াছ, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












