নগরীর প্রতিষ্ঠান ও যানবাহনের নামফলক ২১ ফেব্রুয়ারির মধ্যে বাংলায় করার দাবি

| বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৯:০৭ পূর্বাহ্ণ

বাংলা প্রচলন উদ্যোগের সভা গত মঙ্গলবার চকবাজার কার্যালয়ে মুক্তিযোদ্ধা গবেষক ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান সভা সঞ্চালনা করেন।

বক্তব্য রাখেন সোলায়মান খান, সুজাউদ্দোলা বাবুল, এম শাহাদাৎ নবী খোকা, মোরশেদ আলম, হাসিনা আক্তার টুনু, জানে আলম, নারায়ন দাশ, আব্দুল মাবুদ, সাহিদ শিসু, চৌধুরী, জসিমুল হক, লিটন ব্যানার্জি, সিঞ্চন ভৌমিক, নিজাম উদ্দিন ও এম কাইছার উদ্দীন। সভায় আগামী ১৪ ফেব্রুয়ারির দুপুর ১২টায় দামপাড়া গরিবউল্লাহ শাহ (.) বাসস্টেশনে জমায়েত ও যানবাহনের নামফলক বাংলায় করার প্রচারণার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সভায় সংবিধান, আইন ও আদালতের নির্দেশ বাস্তবায়নে চসিক, জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে ২১ ফেব্রুয়ারির পূর্বে নগরীর ও জেলায় নামফলক বাংলায় করে ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদের প্রতি যথার্থ সম্মান প্রর্শনের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউদ্ধারকৃত জায়গা হাসপাতাল নির্মাণে বরাদ্দের অনুরোধ
পরবর্তী নিবন্ধদেশি-বিদেশি শতাধিক প্রজাতির ফুলের সমারোহ ডিসি পার্ক