ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় নগরীতে পাহাড়ের পাদদেশে বসবাসরত এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতনতামূলক মাইকিং করেছে রেড ক্রিসেন্টের সদস্যরা। গতকাল বুধবার সিটি যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান আ ন ম তামজীদের নির্দেশনায় দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রকিবুল ইসলামের তত্ত্বাবধানে মাইকিং কার্যক্রম পরিচালনা করেন সিটি যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
এসময় আকবরশাহ, পাহাড়তলী ও লালখানবাজার মতিঝর্ণা পাহাড় এলাকায় ঝুকিপূর্ণভাবে বসবাস করা জনসাধারণকে পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে অবহিতকরণ ও জীবনের নিরাপত্তার স্বার্থে নিরাপদ আশ্রয়ে গমনের জন্য উদ্বুদ্ধ করেন সিটি রেড ক্রিসেন্টে স্বেচ্ছাসেবকরা। প্রেস বিজ্ঞপ্তি