নগরীর তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেট, বহদ্দারহাট বাজার, পাহাড়তলী বাজার ও অলংকার মোড়ের কাঁচাবাজারের ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনসূত্র জানায়, নগরীর তিনপুলের মাথার গোলাম রসুল মার্কেটে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও মো. আসিফ জাহান সিকদার। অভিযান চলাকালে বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকা, দোকানের বিভিন্ন লাইসেন্স না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে ২টি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বহদ্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। তিনি দোকানে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে লেবু বিক্রির কারণে ১টি প্রতিষ্ঠানকে ১টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনসূত্র জানায়, গতকাল পাহাড়তলী ও অলংকার মোড়ের কাঁচাবাজারেও অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২টি প্রতিষ্ঠানকে ২টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।