নগরীর ৩৯ ও ৩৭ নম্বর ওয়ার্ডে চলতি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নির্দেশনা মেনে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিপণন থেকে বিরত থাকা মৎস্যজীবী ও জেলে পরিবারের মাঝে ১১ হাজার ৭০০ কেজি চাল বিতরণ করেছে মৎস্য বিভাগ। প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে।
গতকাল চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মো মাহবুবুর রহমান, মৎস্যজীবী প্রতিনিধি হরি দাশ, দেলওয়ার হোসেন দুলাল। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছে ইলিশের প্রজনন মৌসুম। চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।