পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। আমিষেই শক্তি, আমিষেই মুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রামের উদ্যোগে নগরীর কোতোয়ালী এলাকায় থাকা মেট্রো প্রাণিসম্পদ দপ্তরের সামনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। এ কর্মসূচির আওতায় রমজানে নগরীর তিনটি স্পটে তথা নগরীর কোতোয়ালী, কাজির দেউড়ি ও চকবাজার এলাকায় গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।