নগরীর বিবিরহাট, আতুরার ডিপো বাজার ও টেরিবাজারে বিভিন্ন অপরাধের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল পৃথক দুটি অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনসূত্র জানায়, নগরীর বিবিরহাট ও আতুরার ডিপো বাজারে অভিযান চালিয়েছেন সহকারী কমিমনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার ও সুমন মন্ডল অপু। অভিযানে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি প্রতিষ্ঠানকে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন নগরীর টেরিবাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাজনীন সেতু। অভিযান চলাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউট আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১টি প্রতিষ্ঠানকে ১টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনসূত্র আরো জানায়, বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।