নগরীর ডিউপয়েন্ট স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডিউপয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ডিউ পয়েন্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল শাহীন পারভীন রেশমার সার্বিক তত্ত্বাবধানে এবং অধ্যক্ষ অধ্যাপক রাখাল চন্দ্রধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কারাতে একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট ক্রীড়া পরামর্শক সজিব উদ্দিন। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সুলতানা পারভীন, আয়াতের নূর ও মুনিরা সিদ্দিকা। সকল শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব পালনের মধ্যমে ১৬ গ্রুপে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ৩৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনোঙর সাহিত্য আড্ডা
পরবর্তী নিবন্ধসম্মাননা প্রবর্তন করে সৈয়দ মোহাম্মদ শফির কর্মকে তুলে ধরা প্রশংসনীয় কাজ