নগরীর জেলে পাড়ায় ভূমি ও গৃহহীন জনসাধারণের মাঝে বস্ত্র বিতরণ

| শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড সমুদ্র তীরবর্তী বেড়িবাঁধস্থ জেলেপাড়া এলাকায় বসবাসকারী অসহায়, দুঃস্থ, ভূমি ও গৃহহীন জনসাধারণের মাঝে খাদ্য, গৃহাস্থলী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি হুছাইন মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: জিয়াউল হক সুমন, পিডাপের প্রধান নির্বাহী কাজী বেবী ও সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে এলাকার ১০০টি পরিবারের ১৫০ জন মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, বাসস্থান, জাল, নৌকা মেরামতের উপকরণ ও নগদ টাকা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে থেকে এনজিও সংস্থাসমূহ দেশ ও জনগণের জীবনমানের পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি কাউন্সিলর জিয়াউল হক সুমন বলেন, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের এই ধরনের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। উক্ত প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করেছে কায়েমা ফাউন্ডেশন। বাস্তবায়ন করেছে পিডাপ ও সার্বিক সহযোগিতায় ছিল স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো: আব্দুল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল কাজের নেপথ্যে থাকতে হবে দেশপ্রেম
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সেমিনার